ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


টেকনাফে এমপি বদির গাড়িতে গুলি


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৮ ০৯:৩৮

কক্সবাজার: জেলার টেকনাফে সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এমপি বদির পিএস হেলাল উদ্দিন জানান, উখিয়ায় প্রয়াত অ্যাডভোকেট এ কে আহমেদ হোসেনের কুলখানি থেকে ফেরার পথে কাঞ্জরপাড়া এলাকার ব্রিজের ওপর পৌঁছালে দুর্বৃত্তরা এমপির গাড়ি লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়।

এসময় গাড়িতে ছিলেন সংসদ সদস্য বদি, টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদুল আলম ও ড্রাইভার।তারা অক্ষত আছেন বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘সংসদ সদস্যের গাড়িতে হামলার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে টেকনাফ থানার পুলিশ যাচ্ছে।’