ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন চায় না : রিজভী


৪ মে ২০২৫ ১৫:৩৩

আপডেট:
৪ মে ২০২৫ ১৫:৩৩

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন চায় না, তাই তারা বিভিন্নভাবে মুলা ঝুলিয়ে রাখছেন। নির্বাচন আয়োজন নিয়ে সরকার জনগণের সাথে টালবাহানা করছে।

আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার শাহরিন তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় তুহিনের বিরুদ্ধে হওয়া মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে দাবি করেছেন রিজভী।

সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের জেলখানায় আটক রাখছে বলেও অভিযোগ করেন রিজভী।

রাখাইনে মানবিক করিডর দেওয়া সরকারের সিদ্ধান্তে কড়া সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা।