ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


গিলেস্পি মিথ্যা বলছেন


২১ এপ্রিল ২০২৫ ১৫:১১

আপডেট:
১ মে ২০২৫ ১০:৫৭

জেসন গিলেস্পি

প্রায় ৫ মাস হলো পাকিস্তান ক্রিকেট দলের কোচিং ছেড়েছেন জেসন গিলেস্পি। এখনও থামছে না দ্বন্দ্ব। অস্ট্রেলিয়ান কোচ দাবি করছেন, পিসিবির কাছে তিনি টাকা পান। বাবর-রিজওয়ানদের ক্রিকেট বোর্ডের উল্টো দাবি, গিলেস্পি মিথ্যা বলছে। পিসিবি বলছে, লাল বলের সাবেক কোচ বেইসলেস দাবি করছে।

কদিন আগে গিলেস্পির এজেন্ট পিসিবির এইচআর ডিপার্টমেন্টে মেইল করেছিল। সেখানে জানানো হয়, কোচিং থাকাকালে প্রতিশ্রুত কিছু অর্থ গিলেস্পি পাবেন। সেটি যেন দ্রুত দিয়ে দেওয়া হয়। এরপর এই বিষয়ে গিলেস্পি সংবাদ মাধ্যমেও সরাসরি বলেন।

তবে পাকিস্তান ক্রিকেট অবশেষে জানিয়েছে, গিলেস্পির টাকা পাওয়ার বিষয়টি উদ্দেশ্যেপ্রণিত। পিসিবি জানিয়েছে, ‘কন্ট্রাক্ট অনুযায়ী— যদি গিলেস্পিকে টার্মিনেট করা হতো, তাহলে তাকে চার মাসের স্যালারি দিতে বাধ্য থাকতাম। কিন্তু সে রিজাইন দিয়েছে। যেহেতু সে নিজেই অব্যাহতি দিয়েছেন, তাই পিসিবি তার কাছে চার মাসের টাকা পায়। সর্বপরি, তার দাবি একদমই ঠিক নয়।’

২০২৪ সালের এপ্রিলে লাল বলের কোচের দায়িত্ব পান গিলেস্পি। কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই পিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। শেষ পর্যন্ত পাকিস্তান দলের সঙ্গে বেশিদিন কাজ করতে পারেননি। গত বছরের ডিসেম্বরেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গিলেস্পি। সেই সময় আপদকালীন কোচ হিসেবে পিসিবি আকিব জাভেদকে বসায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।