দুর্ঘটনায় প্রাণ হারালো লিভারপুল তারকা দিয়োগো জোটার
 
                                ফুটবলবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। স্পেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়োগো জোটা। বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে ছিলেন জোটার ছোট ভাই আন্দ্রে জোটাও, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন। দুর্ঘটনায় দু’জনেই নিহত হয়েছেন।
স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘মার্কা’র বরাতে জানা যায়, এ-৫২ মহাসড়কের ৬৫তম কিলোমিটারে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যায় গাড়ি ও তার আশপাশের বনভূমির একটি অংশ। প্রত্যক্ষদর্শীদের ফোনে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। কিন্তু উদ্ধার ততক্ষণে দেরি হয়ে গেছে।
মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়োগো জোটা। তিন সন্তানের এই পরিবারে সদ্য এসেছিল নতুন অতিথিও—এবছরই জন্ম নেওয়া তাঁদের কন্যা সন্তানের নাম এখনো প্রকাশ করেননি তারা।
২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে প্রায় ৪৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন জোটা। অলরেডদের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৬টি। এ সময়ে ক্লাবের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ (২০২৪-২৫), এফএ কাপ ও লিগ কাপ শিরোপা (২০২১-২২ মৌসুম)।
পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ তারকা আরও খেলেছেন পাসোস ফেরেইরা, অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো ও উলভারহ্যাম্পটনের হয়ে। জাতীয় দলের জার্সিতেও ছিলেন নির্ভরতার নাম। পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সতীর্থ, সাবেক ক্লাব ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। লিভারপুল এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ক্লাব সূত্রে জানা গেছে, শিগগিরই এক শোকবার্তা দেওয়া হবে।
দিয়োগো জোটা নেই—কিন্তু তাঁর পায়ে লেখা স্মৃতি ও গোল উৎসব থেকে যাবে কোটি হৃদয়ের স্মরণে।

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    