ভোররাতে ফুটবল বাঘিনীদের বর্ণাঢ্য সংবর্ধনা জানাল বাফুফে

ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবলকে আজ সোমবার ভোররাতে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ভোররাত সাড়ে তিনটায় এই জমকালো সংবর্ধনা পান আফঈদা-ঋতুপর্ণারা।
বাঘিনীদের সংবর্ধনা দিতে বর্ণিল আলোয় সেজেছিল অ্যাম্ফিথিয়েটার। রাত ৩টা ১৫ মিনিটে ঋতুপর্ণারা সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাদের অভ্যর্থনা জানান।
গভীর রাত হলেও সেখানে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি আর হাততালির ঝংকারে ফুটবলারদের বরণ করে নেন তারা।
হাতিরঝিলের উন্মুক্ত মঞ্চে একে একে ডাক পড়ে রুপণা চাকমা, শিউলি, শামসুন্নাহার, আফিদা, তহুরা, কোহাতি, মনিকা, মারিয়া, ঋতু পর্ণাদের। বাঘিনীরাও মেতেছিলেন উৎসব আনন্দে।
এর আগে রবিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে আফিদা-ঋতুপর্ণারা মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে সরাসরি হাতিরঝিলে সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হয় নারী ফুটবল দলকে।
গত বৃহস্পতিবার মিয়ানমারকে হারিয়েই ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে যাত্রা নিশ্চিত করেছিল বাঘিনীরা। বাছাই গ্রুপে নিজেদের নিজেদের শেষ ম্যাচে গত শনিবার তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ সেরা হয়েই দেশে ফেরে তারা।
মধ্যরাতে তড়িঘড়ি এই সংবর্ধনার আয়োজনের কারণ, আজই সকালে বাঘিনীদের ভুটানে রওনা হওয়ার শিডিউল ছিল। এ ছাড়া আরও তিনজন ফুটবলার দুই দিন পর দলের বাইরে যাবেন। তাই পুরো দলের সদস্যদের এই ঐতিহাসিক অর্জনকে সম্মান জানাতে গভীর রাতে সংবর্ধনা।
নারী ফুটবলারদের এই সাফল্যে দেশের মানুষের গর্ব ও উচ্ছ্বাসের কথা তুলে ধরা হয় সংবর্ধনা অনুষ্ঠানে।
এমন বিরল সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলের অধিনায়ক আফিদা খন্দকার, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ও কোচ পিটার বাটলার।