ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
৮ জুলাই ২০২৫ ১৫:২৮

ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছিল তাদের। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। ম্যাচে টসের লড়াইয়ে হেরেছেন মেহেদি মিরাজ। টসে হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল পেসার তাসকিন আহমেদকে। পাল্লেকেলেতে সিরিজের শেষ ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ একাদশে এই একটিই পরিবর্তন।

পুরোপুরি সুস্থ নন নাজমুল হোসেন শান্ত, আজকের ম্যাচে অনিশ্চিত ছিল; এরকমটা শোনা যাচ্ছি ম্যাচের আগে। তবে সব শঙ্কা কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন শান্ত।

শ্রীলংকা দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না এনেই তৃতীয় ম্যাচের একাদশ সাজিয়েছে।

বাংলাদেশ একাদশ– তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ– পাথুম নিশানকা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়াল্লাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুসমান্থা চামিরা।