পাওয়ার প্লেতে ৪ উইকেট হারালো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অভিযানে নেমে শুরুতেই চাপে পড়ে গেছে বাংলাদেশ। পাওয়ার প্লের মাঝেই স্বাগতিকরা চার উইকেট হারিয়ে পড়েছে দিশেহারা অবস্থায়।
দ্বিতীয় ওভারে মোহাম্মদ নাঈমের উইকেটের পিছনে ক্যাচ প্রাকটিস করানো দিয়ে শুরু। চতুর্থ ওভারে তিন বলের ব্যবধানে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের আউট এবং পরের ওভারে পারভেজ হোসেন ইমনের বিদায়ে বাড়ে চাপ।
মিড অফে ঠেলে দিয়েই দ্রুত রান নিতে গিয়েছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু তার ক্রিজে পৌঁছার আগেই পাকিস্তান অধিনায়ক আগা সালমানের সরাসরি থ্রো ভেঙে দেয় উইকেট। রিপ্লে দেখে আম্পায়ার যখন আউটের ঘোষণা দেন বাংলাদেশের স্কোর তখন হয়ে যায় ৩ উইকেটে ২৫।
একই ওভারে এর ঠিক তিন বল আগে সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে হাসান নেওয়াজের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস (৯ বলে ৮)।
ব্যাটিংয়ে আছেন জাকের আলি (৬ বলে ৭*) ও মেহেদি হাসান (৪ বলে ২*)।
সবশেষ: বাংলাদেশ ৭ ওভারে ৩৬/৪
পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
আগের ম্যাচে টসে জিতে বাংলাদেশও বোলিং বেছে নিয়েছিল। একই মাঠে সিরিজের সেই প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সেই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ বাদ পড়েছেন। তাদের জায়গায় ফিরলেন আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে খরুচে বোলিং করে বাদ পড়েছিলেন শরিফুল। একই সিরিজের প্রথম ম্যাচে প্রায় তিন বছর খেলার সুযোগ পেয়ে ২৯ বলে ৩২ রান করেছিলেন নাঈম। পরে বাকি দুই ম্যাচে আর একাদশে ছিলেন না তিনি।
পাকিস্তানের একাদশে পরিবর্তন একটি। লেগ স্পিনার আবরার আহমেদকে বাদ দিয়ে তারা অভিষেক করাল আহমেদ দানিয়ালকে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন, তানজিম হাসান।
পাকিস্তান একাদশ: ফাখার জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।