পাকিস্তানের ভরাডুবি, হোপের রানটাও করতে পারল না

ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। অথচ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপের ১২০ রানও করতে পারল না পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের দল মাত্র ৯২ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ২০২ রানের বড় ব্যবধানে। সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল পাকিস্তান। পরের ম্যাচে সমতায় ফেরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২৯৪ রান তোলে ক্যারিবীয়রা।
দলটির ওপেনার এভিন লুইস ৩৭ রান করেন। চারে নেমে হোপ খেলেন ৯৪ বলে ১২০ রানের ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে ১০টি চার ও পাঁচটি ছক্কার শট আসে। রোস্টন চেজ ৩৬ রানের ইনিংস খেলেন। জাস্টিন গ্রেভস ২৪ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে পাকিস্তানের প্রথম চার ব্যাটারের তিনজনই ডাক মারেন। ওপেনার সাঈম আইয়ূব ৩ বলে ও আব্দুল্লাহ শফিক ৮ বলে রানের খাতা খুলতে ব্যর্থ হন। অধিনায়ক রিজওয়ান গোল্ডেন ডাক মারেন। ৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। পরেই বাবর আজম ফিরলে ২৩ রানে ৪ উইকেট হয়ে যায় দলটি।
পরে সালমান আঘা ৩০ এবং মোহাম্মদ নওয়াজ ২৩ রানের ইনিংস খেললেও একশ’ রান হয়নি পাকিস্তানের। ২৯.২ ওভারে অলআউট হয় সফরকারীরা। তাদের ধসিয়ে দিতে জাইডেন সিলস ৭.২ ওভার হাত ঘুরিয়ে ১৮ রানে ৬ উইকেট তুলে নেন। গুডাকেশ মোতি নেন ২ উইকেট। দুর্দান্ত বোলিং করে সিলস সিরিজ সেরা হয়েছেন।