ঢাকা বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৭ই শ্রাবণ ১৪৩২


নোয়াখালী সাংবাদিক ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৩:৫১

‎নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ‎রোববার ২৮ জুলাই বিকেলে সাড়ে পাঁচটার সময় নোয়াখালীর চৌমুহনী পৌর সুপার মার্কেটের ৬ষ্ঠ তলায় নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র অফিস কক্ষে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি ভেঙ্গে দিয়ে ৩(তিন) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

‎নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন-আহবায়ক এম এস জামাল, যুগ্ম আহবায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু নাছের ও মোঃ নাসির উদ্দীন মিরাজ ভূঁইয়া।

‎উক্ত আহবায়ক কমিটি আগামী ৯০ কার্যদিবসের মধ্য ভোটার তালিকা প্রস্তুত ও কার্যকরী কমিটির নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

‎এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী সাংবাদিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, এমজি বাবর, রিপন মজুমদার, প্রদীপ কুমার সেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।