পুষ্পধারার মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুষ্পধারা প্রপার্টিজ লি. এর আয়োজনে পুষ্পধারা পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) রাজধানীর মালিবাগস্থ স্কাই সিটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুষ্প হোমস লি. এর চেয়ারম্যান মমিন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুষ্পধারার এমডি সৈয়দ আলীনূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুষ্পধারার ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)।
সৈয়দ আলীনূর ইসলাম বলেন, গ্রাহকদের জন্য মডেল আবাসন ব্যবস্থার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে পুষ্পধারা। প্রজেক্টের কাজও এখন দৃশ্যমান। আমাদের একমাত্র চাওয়া- যে স্বপ্ন নিয়ে গ্রাহক আমাদের এখানে এসেছেন আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। এতেই আমাদের প্রশান্তি। আমরা যেন দ্রুত সময়ের মধ্যে গ্রাহকের প্লট বুঝিয়ে দিতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া প্রত্যাশী।
অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, একটি সুন্দর ও নিরাপদ আবাসন মানুষের লালিত স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে একজন মানুষ হয়তো তার সর্বোচ্চটুকুই বিনিয়োগ করেন। আর তাই মানুষের এই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতেই আবাসন শিল্পে কাজ করছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড।
মমিন মিয়াজী বলেন, সততা, নৈতিকতা এবং স্বচ্ছতা পুষ্পধারার পুঁজি। আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় সকল নিয়ম কানুন মেনে যথাযথভাবে আমাদের প্রকল্পগুলো এগিয়ে চলছে। খুব শীঘ্রই আমরা পুষ্প ইকো সিটি, পুষ্প স্যাটেলাইট সিটিসহ সব প্রকল্পেই গ্রাহকের আমানত প্লট হস্তান্তর করতে পারবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুষ্পধারার পরিচালক (মার্কেটিং এন্ড প্রকিউরমেন্ট) হাসিবুল হক মামুন, পরিচালক (আইটি) জুলফিকার হাসনাত, পরিচালক (এইচআর) আতিকুর রহমান মিন্টু, পরিচালক (অ্যাডমিন) মো. এনামুল হকসহ পুষ্পধারার গ্রাহকবৃন্দ।
আবাসন, পুষ্পধারা প্রপার্টিজ লি., পুষ্প ইকো সিটি, পুষ্প হোমস লি., পুষ্প স্যাটেলাইট সিটি, অ্যাডভোকেট মনিরুজ্জামান, মুহাম্মদ মনিরুজ্জামান, শাশ্বত মনির, সৈয়দ আলীনূর ইসলাম, হাসিবুল হক মামুন