ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ইতালি থেকে ‘উধাও’ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত


৫ জানুয়ারী ২০১৯ ০২:৩৩

আপডেট:
১২ মে ২০২৪ ১৬:৪২

ইতালি থেকে ‘উধাও’ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত

কেউ বলছেন পালিয়েছেন। কেউ বলছেন লুকিয়ে রয়েছেন। ইতালিতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে নিয়ে হইচই শুরু হয় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এক খবরে। তারা জানিয়েছে, ওই রাষ্ট্রদূতকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জো সং-গিল রোমে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উত্তর কোরিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তার জামাতা।

অন্য দেশে ‍নিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা উধাও হয়ে যাওয়া উত্তর কোরিয়ার জন্য নতুন কোনো ব্যাপার নয়। এর আগে লন্ডনে নিযুক্ত দেশটির এক সিনিয়র কূটনীতিক পরিবারসহ দক্ষিণ কোরিয়ায় চলে যান।

কর্মকর্তাদের এভাবে ‘হাওয়া হয়ে যাওয়া’ এক ধরনের প্রতীকী প্রতিবাদ। তারা কিম জং-উনের শাসন পছন্দ করেন না।

রাষ্ট্রদূত ‘হারিয়ে’ যাওয়ার পর বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়, এক মাসের বেশি আগে জো রোম দূতাবাস থেকে পালিয়ে যান। গত নভেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা সব কর্মকর্তাদের জেরা করে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা। তারাও এখন পর্যন্ত জো’র সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন, জো তাদের কাছে কোনো আশ্রয় চাননি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জোংআং জানিয়েছে, পরিবার নিয়ে জো ‘নিরাপদে’ আছেন।