ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


কাগজ কুড়িয়ে হলেন শহরের মেয়র


২১ জানুয়ারী ২০১৯ ১৯:৫৯

আপডেট:
১২ মে ২০২৪ ১৩:০৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় রেলস্টেশানে চা বিক্রি করেছিলেন। এ ঘটনা এখন কারও অজানা নয়। তার দেশেই কাগজ কুড়ানো এক ছেলে বড় হয়ে হলেন এক শহরের মেয়র।   টাইমস অব ইন্ডিয়া জানায়, রবিবার পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের রাজধানী চন্ডীগড়ের মেয়র হিসেবে নির্বাচিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় রেলস্টেশানে চা বিক্রি করেছিলেন। এ ঘটনা এখন কারও অজানা নয়। তার দেশেই কাগজ কুড়ানো এক ছেলে বড় হয়ে হলেন এক শহরের মেয়র।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রবিবার পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের রাজধানী চন্ডীগড়ের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন রাজেশ কালিয়া। এক সময় অভাব অনটনে বাবার সঙ্গে কাগড় কুড়োতে যেতেন কালিয়া।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে দাদুমাজরা অঞ্চলের ময়লার ভাঁগাড়ে কাগজ কুড়াতেন তিনি। বাবা-ছেলের কাগজ বিক্রির টাকায় সংসার চলতো তাদের ।

তবে নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবসময় ভূমিকা রেখে এসেছেন তিনি। সে সূত্রে এক সময় যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে। ১৯৯৬ সালে সক্রিয় হন বিজেপিতে।



২০১১ সালে বিজেপি থেকে পৌরসভা নির্বাচনও করেন। তবে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান তিনি। তবে ২০১৬ সালে ঠিকই তিনি জয়লাভ করেন।

এবার দায়িত্ব পেলেন পুরো শহরের মেয়র হিসেবে। তার জয়ের পেছনে বড় ভূমিকা রাখে বাল্মীকি সম্প্রদায়। ওই অঞ্চলে প্রায় ১ লাখ ৩০ হাজার বাল্মীকি বসবাস করেন। কালিয়া নিজেও বাল্মিকী সম্প্রদায়ের মানুষ।