ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ধর্ষকের ফোনে কল দেওয়ায় ‘বিচার পেলেন না’ ধর্ষিতা!


৮ জুন ২০১৯ ২২:৩৪

আপডেট:
৯ জুন ২০১৯ ০২:০০

নির্যাতিতার অভিযোগ ‘বিশ্বাসযোগ্য’ নয় মন্তব্য করে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে নিম্ন আদালতে দেওয়া বেকসুর খালাসের রায় বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট।

আদালতের মত, নির্যাতিতার বক্তব্য স্ববিরোধিতায় পরিপূর্ণ। ‘ধর্ষণের’ দিন থেকে অভিযোগে দায়ের পর্যন্ত তিনি অভিযুক্তকে ৫২৯বার কল দিয়েছেন।

নিম্ন আদালতে দেওয়া রায়ের সঙ্গে একমত পোষণ করে বিচারপতি মনমোহন এবং সঙ্গীতা সেহগাল বলেন, ওই নারীর বক্তব্য ‘একেবারেই নির্ভরযোগ্য নয়’, ‘বিশ্বাসযোগ্য নয়’ এবং ‘আত্মবিশ্বাস পাওয়া যায় না’।

এনডিটিভি জানায়, এর আগে গত ৫ জানুয়ারি নিম্ন আদালত ওই অভিযুক্তকে বেকসুর খালাস দেয়।

আদালত রায়ে উল্লেখ করেন, ওই নারী কিভাবে অভিযুক্তের সঙ্গে দেখা করলেন, কিভাবে ওই ধর্ষণের ঘটনা ঘটল এবং কেন কর্তৃপক্ষকে সেটা জানাতে দেরি করেছেন এনিয়ে বেশকিছু স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।

নির্যাতিতার স্ববিরোধী বক্তব্যের মধ্যে একটি হলো- ঘটনার পর অভিযুক্ত ওই নারীর ফোন ব্যাক করে এবং ৩০ দিন নাগাদ নির্যাতিতা থানায় অভিযোগ করেননি। ঘটনার পর থেকে থানায় অভিযোগ দেওয়া পর্যন্ত ৫২৯বার অভিযুক্তকে কল করেন ওই নারী।