ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


আইএস নেতা বাগদাদিকে হত্যার দাবি মার্কিন সেনাদের


২৮ অক্টোবর ২০১৯ ০১:০০

আপডেট:
১৯ মে ২০২৪ ০৬:৪৩

সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির আস্তানায় অভিযান চালিয়েছে বলে দাবি করছে মার্কিন সেনাবাহিনী। এতে ওই আইএস নেতা নিহত হয়েছেন বলেও দাবি করছেন মার্কিন সৈন্যরা।

মার্কিন এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

তবে নিহত ব্যক্তি আইএস নেতা বাগদাদি কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানানো হয়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানের সময় একটি সুইসাইড বেল্ট পরা ছিলেন এ আইএস নেতা। বিস্ফোরণের মাধ্যমে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত করা হবে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী।

হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক কর্মকর্তা সিএনএনকে বলেন, হোয়াইট হাউসের কূটনৈতিক কক্ষে ঘোষণাটি দেবেন প্রেসিডেন্ট। গতকাল শনিবার এ বিষয়ে আন্দাজ পাওয়া যায়, যখন ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘বিশাল কিছু একটা ঘটে গেছে।’

বাগদাদি দীর্ঘ পাঁচ বছর ধরে আত্মগোপনে ছিলেন। চলতি বছরের এপ্রিলে আইএস মিডিয়া শাখা আল-ফুরকান একটি ভিডিও প্রকাশ করেছিল, যাতে এক ব্যক্তিকে বাগদাদি বলে উল্লেখ করা হয়।

এর আগে সর্বশেষ ২০১৪ সালের জুলাইয়ে মসুলের এক মসজিদে তাকে দেখা গিয়েছিল।

তবে আইএসের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।