ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


কেনিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা, বহু হতাহতের 


৬ জানুয়ারী ২০২০ ০৫:১৪

আপডেট:
৬ জানুয়ারী ২০২০ ০৬:০০

 

কেনিয়ার লামু কাউন্টিতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাবাব। যুক্তরাষ্ট্র ও কেনিয়ার যৌথ সেনাদের অবস্থান এই ঘাঁটিতে।

কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর (কেডিএফ)বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, আজ রোববার কেনিয়ার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ হামলার এ ঘটনা ঘটে।

কেনিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত জঙ্গি সংগঠন আল শাবাবের চার সদস্য নিহত হয়েছে।

এদিকে, জঙ্গিগোষ্ঠী আল শাবাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুজাহিদিন যোদ্ধারা শত্রুপক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফলভাবে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওই সেনা ঘাঁটির একটি অংশ তারা দখল করে রেখেছে।

যুক্তরাষ্ট্র এবং কেনিয়ার অনেক সেনা এই হামলায় হতাহত হয়েছেন বলেও দাবি আল শাবাবের।