১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা, আক্রান্ত ৪০০০

চীনের রহস্যময় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ!
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪ হাজারের মধ্যে মঙ্গলবার পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯১ জন।
বিবিসি জানিয়েছে, ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির নববর্ষের ছুটি তিন দিন বাড়িয়ে রবিবার পর্যন্ত করা হয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্র হুবেই প্রদেশের রাজধানী উহান গোটা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে।
কয়েকটি শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ৪১ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে জার্মানি।
করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।