ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ইন্দোনেশিয়ায় সুনামি, নিহত ৪৩


২৩ ডিসেম্বর ২০১৮ ২০:২৫

আপডেট:
১১ মে ২০২৪ ২২:৫৮

ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেইট উপকূলে সুনামির আঘাতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও ৫৮৪ জন। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা জানায়, ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমিধস থেকে সুনামির সৃষ্টি হয়েছে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানায়, রোববার (২৩ ডিসেম্বর) ভোরে সুনামি আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। সেখানকার পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে।

অয়েস্টিন লোন এন্ডারসন নামে এক ফটোগ্রাফার সুনামির ভয়াবহতা প্রত্যক্ষ করেছেন। তিনি জানান, আমি আগ্নেয়গিরির ছবি তুলতে চেষ্টা করছিলাম। হঠাৎ ঢেউ দেখতে পাই। পরপর দুটি ঢেউ আঘাত হানে। প্রথমটি অতটা জোরালো ছিলো না। আমি পালিয়ে আসতে পারি।

দ্য আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিটি গত কয়েকমাস ধরে সক্রিয় দেখা যাচ্ছে। শুক্রবার এটি ২ মিনিটি ১২ সেকেন্ডের জন্য অগ্নুৎপাত ঘটায়। ফলে প্রায় ১৩শ ফুট উচ্চতা পর্যন্ত আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে সুনামির আঘাতে অন্তত পনের শ মানুষের মৃত্যু হয়েছিলো।