ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


‘ওকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলুন, কোন সমস্যা হবে না’


২৭ ডিসেম্বর ২০১৮ ০৯:২৪

আপডেট:
১২ মে ২০২৪ ১৪:৫৪

‘ওকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলুন, কোন সমস্যা হবে না’

ক্রসফায়ার দিয়ে হত্যা করার নির্দেশ দেয়ার ফোনালাপ ফাঁস হওয়ায় বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। পুলিশ অফিসারকে নিজ দলের স্থানীয় নেতার খুনিকে ‘নির্দয়ভাবে’ মেরে ফেলার নির্দেশ দেয়ার সময় ভিডিও রেকর্ডারে ধরা পড়েছেন তিনি। খবর এনডিটিভির।

ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় ‘শুনুন, উনি (এইচ প্রকাশ) অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি জানি না তাঁকে এইভাবে কেন হত্যা করল। কিন্তু যে এই ঘটনার সঙ্গে জড়িত তাকে খুঁজে বের করে ক্রসফায়ার দিয়ে নির্দয়ভাবে মারুন। আমি বলছি। আমি বলছি, তাতে কোনও সমস্যা হবে না।’

এক স্থানীয় সাংবাদিকের তোলা ভিডিওতে তাঁর এই বার্তা ধরা পড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়ার পর তিনি সমালোচিত হতে থাকেন সব মহল থেকেই। সেই সমালোচনার উত্তর দিতে গিয়ে কুমারস্বামী বলেন, ‘এটি একটি আবেগের বিস্ফোরণ ছাড়া আর কিছুই নয়।’