ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


কেন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?


২৮ ডিসেম্বর ২০১৮ ১০:৪০

আপডেট:
১২ মে ২০২৪ ১৫:২৮

চলমান ব্যাপক নির্বাচনি সহিংসতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে এক বার্তায় তারা এ কথা জানিয়েছে।

বাংলাদেশের নির্বাচনি সহিংসতা নিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের বিবৃতি শীষক বার্তায় বলা হয়, ‘আজ স্বল্প সময়ের নোটিশে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাসহ কমিশনের সব সদস্যকে ধন্যবাদ জানাতে চাই।’

রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘আমি এ সাক্ষাৎটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলাম কারণ, গত দুই সপ্তাহ ধরে চলমান ব্যাপক নির্বাচনি সহিংসতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। সংখ্যালঘু ও নারী প্রার্থীসহ সবপক্ষই সহিংসতার শিকার হয়েছে। তবে দৃশ্যত বিরোধীদলের প্রার্থীরাই বেশিরভাগ ক্ষেত্রে সহিংসতার মূল শিকার।’

‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়’

আর্ল মিলার আরও বলেন, ‘বাংলাদেশিরা যাতে রাজনৈতিক দলমত নির্বিশেষে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিরাপদ বোধ করে তার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পরিকল্পনা জানতে চেষ্টা করেছি আমি। এ বিষয়ে আলোচনার সুযোগ পেয়ে আমি সন্তোষ প্রকাশ করেছি।’

‘বাংলাদেশ তার গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য যথার্থই গর্ব করতে পারে। এর অন্যতম বৈশিষ্ট্য নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটার উপস্থিতি। যেকোনো গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে শান্তিপূর্ণ মত প্রকাশ ও সভা-সমাবেশ অনুষ্ঠান, নির্বাচনি খবর সংগ্রহ ও প্রচারে সংবাদমাধ্যমের স্বাধীনতা, অংশগ্রহণকারীদের জন্য তথ্যপ্রাপ্তির সুযোগ এবং সব নাগরিকের জন্য হয়রানি, ভয়ভীতি ও সহিংসতা ছাড়া নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণের নিশ্চয়তা থাকা উচিত’, বলেন এই রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশিরা যেন ৩০ ডিসেম্বর অবাধ, নিরপেক্ষ, সহনশীল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে যুক্তরাষ্ট্র সেটাই কামনা করে।’