ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


শীর্ষ নেতাদের বৈঠকের পর ‘সিদ্ধান্ত’ জানাবে ঐক্যফ্রন্ট


৩১ ডিসেম্বর ২০১৮ ০৫:৩২

আপডেট:
৪ মে ২০২৫ ১৮:১৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন ২ ঘণ্টা পিছিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন ২ ঘণ্টা পিছিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার সন্ধ্যার পরপর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠকের পর জোটের সিদ্ধান্ত জানানো হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম দৈনিক আমাদের দিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা ঢাকার বাইরে থেকে আসার পর পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারের নিচে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।