রাঙ্গুনিয়ায় এগিয়ে ড. হাছান মাহমুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া আসনে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ।
৯৬টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১১ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. নুরুল আলম পেযেছেন ২৯৪ ভোট।
রোববার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র’ থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফল ঘোষণা করা হয়।
রাঙ্গুনিয়ায় মোট ভোটার ২ লাখ ৬৯ হাজার ৩৩২ জন।