খালেদার ঘাঁটি’তে জয়ী নৌকার শিরিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এলাকা ফেনী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার। জেলে থাকার কারণে এবার নির্বাচন না করতে পারলেও এই আসন থেকে আগে চারবার নির্বাচিত হয়েছেন খালেদা।
তিনি ২ লাখ ১ হাজার ৮শ ১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী রফিকুল ইসলাম মজনু পেয়েছেন ২৫ হাজার ৬শ ১৬ ভোট।
রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান কেন্দ্র থেকে প্রাপ্ত এ ফলাফল জানান।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৬টি। নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯৩৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ১২২ জন। মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৫৫ জন।