ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


লক্ষ্মীপুর-১ আসনে জয়ী নৌকার আনোয়ার খান


৩১ ডিসেম্বর ২০১৮ ০৮:১৫

আপডেট:
৪ মে ২০২৫ ১৮:১২

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের আনোয়ার খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের আনোয়ার খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৮৯৪ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এ আসনে মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১জন। নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন। এখানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।