ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নির্বাচনী পরিবেশ নিয়ে ওআইসির সন্তোষ


৩১ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৯

আপডেট:
৪ মে ২০২৫ ১৮:১১

নির্বাচনী পরিবেশ নিয়ে ওআইসির সন্তোষ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক ছিলো বলে জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)।

রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে ওআইসি পর্যবেক্ষক প্রতিনিধি দলের সদস্যরা এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ওআইসি’র একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। নির্বাচন শেষে রোববার সন্ধ্যায় ওআইসির প্রতিনিধি দলের নেতা ও সংস্থাটির সহকারী মহাসচিব হামেদ এ ওপেলোরু সংবাদ সম্মেলনে বলেন, আমরা ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকার নির্বাচন পর্যবেক্ষণ করেছি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও পরিচ্ছন্ন ছিলো।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের সংখ্যা দেখতে হবে। যেখানে কোটি কোটি ভোটার, সেখানে নিহতের সংখ্যা খুবই সামান্য বলে জানান তিনি।

৩০ ডিসেম্বর সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রচুর দেশি-বিদেশি পর্যবেক্ষক এসেছেন।