ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নড়াইল-১ এ কবিরুল, ২ এ মাশরাফি


৩১ ডিসেম্বর ২০১৮ ১০:১৬

আপডেট:
৪ মে ২০২৫ ১৮:০৫

নড়াইল-১ এ কবিরুল, ২ এ মাশরাফি

নড়াইল-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি ১ লাখ ৮২ হাজার ৫২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৮ হাজার ৯১৯ ভোট।

অন্যদিকে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের মাশরাফি বিন মর্তুজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্ধী ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।

রবিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষণাকৃত ফলাফলের ভিত্তিতে নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা বিষয়টি নিশ্চিত করেন। ভোট গ্রহণকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানা গেছে।