যশোরের ৬ আসনে নৌকা জয়ী

যশোরের ছয়টি সংসদীয় আসনেই নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। রোববার রাত ৯টার পর ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।
যশোর-১ (শার্শা) আসনে দুই লাখ ১১ হাজার চারশ’ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন চার হাজার ৯শ’ ৮১ ভোট। এ আসনে হাতপাখা পেয়েছে ১ হাজার ৩শ’ ৩০ এবং গোলাপ ফুল পেয়েছে ১ হাজার একশ’ ৭৭ ভোট।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ৩ লাখ ২৫ হাজার ৭শ’ ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) নাসির উদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আবু সাঈদ মোহাম্মদ শাহাদাৎ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯শ’ ৪০ ভোট।
এ আসনে হাতপাখা পেয়েছে তিন হাজার তিন ভোট। মই পেয়েছে ৫শ’ ৯১, উদীয়মান সূর্য ৭৭ এবং কাঁঠাল পেয়েছে ১ হাজার ২৪ ভোট।
যশোর-৩ (সদর) আসনে ৩ লাখ ৬১ হাজার তিনশ’ ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৩১ হাজার সাতশ’ ১০ ভোট। এ আসনে লাঙ্গল প্রতীক ১ হাজার ৬৯, পোলাপ ফুল ১ হাজার ৬৭, কুলা ৯শ’ ১৪ এবং তারা প্রতীকের প্রাপ্ত ভোট ২৫।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে দুই লাখ ৭২ হাজার ১শ’ ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রণজিৎ কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী টিএস আইয়ুব পেয়েছেন ৩০ হাজার ৮শ’ ৭৪ ভোট। এখানে লাঙ্গল ১ হাজার ৯শ’ ৭৮, হাতপাখা ৫ হাজার ৬শ’ ৫৭, কাঁঠাল ৭শ’ ৪২, কুলা ৯৯, আম ২শ’ ৯ এবং গোপাল ফুল ১ হাজার ৯শ’ ৬৯ ভোট পেয়েছেন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে ২ লাখ ৪২ হাজার ৮শ’ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। এ আসনে ধানের শীষের প্রার্থী জমিয়াতে মুদারেসিন দলের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস পেয়েছেন ২৪ হাজার ৬শ’ ২১ ভোট। এ আসনে লাঙ্গল ৮শ’ ৮৪, হুক্কা ১শ’ ২৪, গোলাপ ফুল চারশ’ ১৭ এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী পেয়েছে ৮৫৭ ভোট।
যশোর-৬ (কেশবপুর) আসনে ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইসমাত আরা সাদেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হাসান আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬শ’ ৭৩ ভোট। এ আসনে গোলাপ ফুল পেয়েছেন ৩শ’ ৮০, লাঙ্গল ৩শ’ ৫১ ও হাতপাখার প্রাপ্ত ভোট এক হাজার ১শ’ ৭০।
এদিকে, বিচ্ছিন্ন হামলা, অভিযোগ ও ছয় প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে যশোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরের পর ৪ আসনের ৬ প্রার্থী সংবাদ সম্মেলন করে ও গণমাধ্যমকে জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল আউয়াল সাংবাদিকদের জানিয়েছেন, যশোরের ৬টি সংসদীয় আসনে রক্তপাতহীন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছয় প্রার্থীর নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো খবর তাদের জানা নেই।