ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


এখন আনন্দ মিছিল নয়, দেশ গঠনের সময় : শেখ হাসিনা


৩১ ডিসেম্বর ২০১৮ ১২:০১

আপডেট:
৪ মে ২০২৫ ১৮:০৫

এখন আনন্দ মিছিল নয়, দেশ গঠনের সময় : শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো জায়গায় কেউ আনন্দ মিছিল করবেন না। এখন আনন্দ মিছিল করার সময় নয়, দেশ গঠনের সময়।

রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এই কথা বলেন।

একদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) অনন্য মাইলফলক স্থাপন করেছে বলে মন্তব্য করেন এইচ টি ইমাম। নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সারাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে ভোটগ্রহণ শেষ হয়েছে। আশাকরি বিপুল ভোটের ব্যববধানে আওয়ামী লীগ জয়লাভ করবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ সবাইকে ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে।