সাতক্ষীরা-৪ আসনে আ. লীগের জগলুল হায়দার জয়ী

সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস.এম জগলুল হায়দার দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে তিনি নৌকা প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ) গাজী নজরুল ইসলাম পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট।
এই আসনের সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল যোগ করে এ তথ্য জানা গেছে। তবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠাানকভাবে এখনও চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়নি। রির্টানিং অফিসারের কার্যালয়ে সাতক্ষীরার চারটি আসনের ফলাফল ঘোষণা চলছে।
শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৭২৬ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯৭ হাজার ৯২৫ এবং নারী ১লাখ ৯৫ হাজার ৮০১ জন।