ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মাগুরার দুটি আসনেই আ.লীগের জয়


৩১ ডিসেম্বর ২০১৮ ১২:৩০

আপডেট:
৪ মে ২০২৫ ১৮:৪৩

মাগুরার দুটি আসনেই আ.লীগের জয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে মাগুরা-২ আসনের ড. বীরেন শিকদার ২ লাখ ৩০ হাজার ১১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮২৮ ভোট।

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ২ লাখ ৭৪ হাজার ১৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৬ হাজার ৪৬৭ ভোট।