ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


নিক্সনের কাছে ফের আওয়ামী লীগের জাফর উল্লাহ'র পরাজয়


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:২৩

ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হয়েছেন আওয়ামী

ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর-৪ আসনে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সিংহ মার্কা নিয়ে পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭০৭ ভোট। তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৮৮ ভোট।

দশম জাতীয় সংসদ নির্বাচনেও নিক্সনের কাছে হেরেছিলেন আওয়ামী লীগের জাফর উল্লাহ। সেবারও স্বতন্ত্র নির্বাচন করে জাফর উল্লাহকে পরাজিত করেন নিক্সন।