ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


গোলাম দস্তগীর গাজীর টানা তৃতীয় জয়


১ জানুয়ারী ২০১৯ ০৭:২২

আপডেট:
৪ মে ২০২৫ ২২:১৫

গোলাম দস্তগীর গাজীর টানা তৃতীয় জয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) জয়লাভ করেছেন। প্রায় ২ লাখ ২৭ হাজার ভোটের বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনীরুজ্জামানকে পরাজিত করেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী।

নির্বাচনে গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মনিরুজ্জামান (মনির) পেয়েছেন মাত্র ১৬ হাজার ৪৩৪ ভোট ভোট।


আরও পড়ুন: নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে গোলাম দস্তগীর গাজী

রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কমিশনার আবুল ফাতেহ মুহম্মদ শফিকুর রহমান এ ফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম দস্তগীর বলেন,‘আমার এলাকার ভোটাররা আমাকে ভালোবাসে, রূপগঞ্জবাসী নৌকাকেও ভালোবাসে। এ ভালোবাসার জন্যই তারা শেখ হাসিনাকে নৌকার বিজয় এনে দিয়েছেন।’

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। নতুন প্রজন্মের জন্য বেকারত্বমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন গোলাম দস্তগীর। নৌকার পক্ষে কাজ করে বিজয় অর্জন করায় রূপগঞ্জবাসী ও কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।