সিএনএন-বিবিসির লজ্জা হওয়া উচিত: জয়

সিএনএন ও বিবিসি নিউজ আমাদের এই নির্বাচনকে ভুলভাবে তুলে ধরছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার রাতে ফেসবুকে নিজ ভেরিফাইড পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন অভিযোগ করেছেন।
তিনি এক পোষ্টে বলেন,পশ্চিমা মিডিয়া আওয়ামী লীগকে দোষ দিতে চেয়েছে গতকালকের নির্বাচনী সহিংসতার জন্য। কিন্তু যারা নিহত হয়েছে, তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। বিএনপি-জামাতের সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে কর্তব্যরত একজন পুলিশ অফিসারকেও গুলি করে হত্যা করেছে। সিএনএন ও বিবিসির লজ্জা হওয়া উচিত এরকম পক্ষপাতমূলক আচরণের জন্য।