'ভোট দেওয়াকে' কেন্দ্র করে সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন

নোয়াখালীতে ভোট প্রদানকে কেন্দ্র করে এক নারীর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনা তদন্ত করার কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন।
মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক তার কার্যালয়ের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই তদন্ত করার কথা জানান। নির্বাচন কেন্দ্রিক মানবাধিকার সংরক্ষণ নিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে তারা শুনেছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কমিশন কথা বলে এ বিষয়ে পরবর্তী করনীয় ঠিক করবেন বলেও জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
জাতীয় মানবাধিকার কমিশনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সারাদেশ থেকে ৫২টি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সচিবকে বলা হয়েছে বলেও জানান তিনি।