ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


মালেক উকিলের স্ত্রী সবুরা মালেক আর নেই, বাসভবনে প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২ জানুয়ারী ২০১৯ ১২:২২

মালেক উকিলের স্ত্রী সবুরা মালেক আর নেই, বাসভবনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের স্ত্রী সবুরা মালেক আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সবুরা মালেক দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে দুই পুত্র ও পাঁচ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো জন্য আজ রাতে রাজধানীর বনানীতে তার বাসায় যান।

প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং সবুরা মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।মালেক উকিলের স্ত্রী সবুরা মালেক আর নেই, বাসভবনে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা তাদেরকে সান্ত্বনা দেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় সবুরা মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক শোকবার্তায় সবুরা মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।