ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ভারতে গরুচোর অপবাদ দিয়ে মুসলিম ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা


৪ জানুয়ারী ২০১৯ ০২:১৯

আপডেট:
৪ মে ২০২৫ ২২:৪৪

ভারতে গরুচোর অপবাদ দিয়ে মুসলিম ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা

ভারতে গরুচোরের অপবাদ দিয়ে পঞ্চাশোর্ধ এক মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে জনতা। বিহারের পাটনা থেকে ৩০০ কিলোমিটার দূরে সিমারবানি গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এনডিটিভি  জানায়, ২৯ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষের পিটুনিতে মারা যায় ওই ব্যক্তি।

গণপিটুনি থেকে বাঁচতে নিহত ৫৫ বছর বয়সী কাবুল মিয়াকে কাকুতি-মিনতি করতে দেখা যায়। তাকে মারার সময় জনতা রীতিমত উল্লসিত ছিল। এমনকি এলোপাথাড়ি পিটুনিতে তার পরনের প্যান্টও ছিঁড়ে ফেলে।

জানা যায়, ৫৫ বছর বয়সী কাবুল মিয়া গ্রামের সাবেক প্রধান। তিনি একাধিকবার বোঝানোর চেষ্টা করেন যে, গরু চুরি করেননি। এরপরেও স্থানীয় কট্টরপন্থী হিন্দু জনতা তাকে গণপিটুনি থেকে রেহায় দেইনি। এমনকী আঘাতে তার চেহারা রক্তে ভেসে যায়।    

অনলাইনের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে দুইদিন পর পুলিশের গোচরে আসে ঘটনাটি। ভিডিওতে হত্যাকারী কয়েকজন যুবকের চেহারা স্পষ্ট বুঝা গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।

আরারিয়া সাব ডিভিশনাল পুলিশ কর্মকর্তা কেপি সিং বলেন, হত্যাকারীরা সবাই কাবুল মিয়াকে চিনতো। তারা সবাই একই এলাকার লোক। তবে  অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে প্রাথমিকভাবে থানায় একটি ডায়েরি করা হয়েছে