লালমোহন উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়ন ফরম সংগ্রহ

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে তৃনমুল ভোটে শীর্ষে থাকা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দুই প্রাথী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
স্থানীয় ও দলীয় সূত্র মতে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের ডেলিগেটেড ভোটে শীর্ষে থাকা বর্তমান উপজেলা চেয়ারম্যান একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ আপদমস্তক আওয়ামীলীগের নিবেদিত প্রাণ ও সফল উপজেলা চেয়ারম্যান। সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন দিক নির্দেশনা নিয়ে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে সকলের প্রিয়জন জনপ্রিয়তা অর্জন করেছেন। এবারও তার বিজয়ের মুকুটে আসীন হওয়াটা সময়ের বিষয় মাত্র।
অপরদিকে রাজনীতিতে নীতি আর্দশে শতভাগ আপোষহীন ক্লীন ইমেজের অধিকারী আবুল হাসান রিমন যেখানেই ভোটের জন্য যাচ্ছেন সেখানেই জনস্রোত সৃষ্টি হচ্ছে। এদিকে নূরুন্নবী চৌধূরী শাওন স্নেহধন্য আস্থাভাজন পরীক্ষিত যুবলীগের রিমন বিগত নির্বাচনেও জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন।কিন্তু দলীয় সিদ্ধান্তে ওই সময় নির্বাচন থেকে সরে দাড়ান। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ডেলিগেটেড ভোটে শীর্ষ স্থান দখল করে নেন আবুল হাসান রিমন।
এরপরই সময় ক্ষেপন না করে ভোটারদের মনজয়ে মাঠে নেমে পরেন। রাজনীতির মাঠে স্বচ্ছতা নীতি আর্দশে সকলের পছন্দের রিমনের বিজয় সুনিশ্চিত বলে জোর দাবী করে যুবলীগসহ স্থানীয় জনগনের ভাষ্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি পরে যুবলীগের সফল সম্পাদক হিসেবে আবুল হাসান রিমন নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে যেমনি সকলের কাছে কর্মগুনে প্রিয়জন হিসেবে আসীন করেছেন।
ঠিক তেমনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবার মাধ্যমে আরো বেশি আপনজন হিসেবে প্রমাণ করবেন। তাই ভোটের রাজনীতিতে রিমনের ব্যালট বিপ্লব সময়ের ব্যাপার মাত্র।
নিজের সংগঠনের উপজেলা সম্পাদক নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগ সফল আহবায়ক শাহীন মাতাব্বর বলেন, জননেতা এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন মহোদয়ের দিক নির্দেশনা নিয়ে যুবলীগের রাজনীতিকে বেগবান করা ও সাংগঠনিক দক্ষতায় সফল উপজেলা যুবলীগ সম্পাদক আবুল হাসান রিমন।
এরই ধারায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে জনগনের সেবায়ও সফল হবেন প্রিয় সহযোদ্ধা।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগ সম্পাদক আবুল হাসান রিমন বলেন, আমার আস্থা বিশ্বাস ভড়সার শেষ ঠিকানা জননেতা এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন মহোদয়ের স্নেহ বুকে নিয়ে যুবলীগ নেতাকর্মীদের ভালোবাসায় জনগনের সেবার জন্য প্রার্থী হয়েছি। আশা করি জনগন তাদের সবটুকু ভালোবাসা দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন।