ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


রাজধানীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত:
২২ মে ২০১৯ ০০:৫১

"শেখ হাসিনার ছুটি নাই, আজীবন তাঁকে চাই।" স্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে পল্টন টাওয়ার, কালভার্ট রোড, ৩য় তলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে, আব্দুল মোমেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী সিরাজুল হক, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি এ্যাড. মশিউর মালেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাড. নুরুল ইসলাম ঠান্ডু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি নাছির উল্লাহ ভূইয়া, রোখসানা পারভীন, ,যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা, আবুল খায়ের মোল্লা,এডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন মিয়া, সফিউজ্জামান ভূইয়া স্বপন, সাংগঠনিক সম্পাদক, উত্তর কুমার দাস, নুরুল আমিন শাহীন, মুর্শেদ আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আবু তাহের, প্রচার সম্পাদক ইঞ্জি শাকিল খান, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. আবু তাহের,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শ্বাস্বত মুনির, প্রকাশনা সম্পাদক নুরুন নাহার,সহ মহিলা বিষয়ক শারমিন আক্তার ময়না, সহ সাংগঠনিক সম্পাদক নাদিয়া আলী।
সঞ্চালন এর ছিলেন সহসভাপতি ফেরদৌস আলম, যুগ্ম সম্পাদক রফিক ফরাজি।