রব্বানী'র নির্দেশে কোরবানির বর্জ্য অপসারণ করলো কক্সবাজার ছাত্রলীগ!

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ও ডাকসু'র জিএস জনপ্রিয় মানবিক ছাত্রনেতা জনাব গোলাম রব্বানীর নির্দেশে কক্সবাজার শহরে বিভিন্ন এলাকায় সারাদিন কোরবানি পশুর বর্জ্য অপসারণ করলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে কুরবানির ঈদকে সামনে রেখে কক্সবাজারে অসংখ্য দেশী-বিদেশী পর্যটকের সমাগম হবে।
রাস্তায় ফেলে রাখা কুরবানি পশুর বর্জ্যের কারণে যাতে সুষ্ঠু, সুন্দর পরিবেশ নষ্ট না হয় তার জন্য কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় জেলা ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীদের সাথে নিয়ে সারাদিন শ্রমিকের মত কুরবানির পশুর বর্জ্য অপসারণ করেন কক্সবাজার ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক মারুফ আদনান।
তার এই ইতিবাচক উদ্যোগের জন্য কক্সবাজারের পৌর এলাকার জন-সাধারণ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানী'র নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ, হারুনর রশিদ মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইছুর রহমান, উপ- আইন বিষয় সম্পাদক আবুল কাশেম আবু, পৌর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিররুল হক, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ,ফয়সাল, জিয়া উদ্দান, আরিফ, মারুফ, সাফসান সাজ্জাদ, নহিদ, মোঃ সাকিল, সম্রাট, আবু নাসির, সাকিল, শাহেদ হক, জাহেদ, আবুল কালাম, রহিম, ইমরান, সোহান, রাহাত, অয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা।