ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


শুদ্ধি অভিযানে সবধরনের সহযোগিতা থাকবে: পরশ


২৬ নভেম্বর ২০১৯ ১৩:০২

আপডেট:
৯ মে ২০২৫ ০৩:২৯

সরকারের চলমান শুদ্ধি অভিযানে যুবলীগের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রবিবার (২৪ নভেম্বর) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।


যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘এমন একটা যুবলীগ উপহার দিব, যেটা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারা সংগঠিত। এ রকমই একটা যুবলীগ আমরা উপহার দিতে চাই। প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধেজিরো টলারেন্স নীতিতেও সকল ধরনের সহায়তা করবে যুবলীগ। এ ব্যাপারে কাজ করব।’

যুব সমাজকে শুদ্ধ রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘মাদকাসক্তদের বিষয়ে কোনো রকম ছাড় দেবে না যুবলীগ।’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ। অপর দিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল।