ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


যৌন হয়রানির অভিযোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আটক


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ১২:০১

সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার কোষাধ্যক্ষ এ কে এম আশরাফুল হককে  আটক করেছে বনানী থানা পুলিশ ।

এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধায় তাকে আটক করা হয়।


 জানা যায়, কোষাধ্যক্ষ আশরাফ কর্তৃক যৌন হয়রানির শিকার হয় একই বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ কর্মকর্তা রিফাত জাহান তারিন। তিনি প্রথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) বরাবর লিখিত অভিযোগ দিলে উপাচার্য কোন ব্যবস্থা নেয়নি। পরবর্তী ভুক্তভোগী পরীক্ষা নিয়ন্ত্রণ কর্মকর্তা বনানী থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই কোষাধ্যক্ষকে আটক করা হয়েছে বলে বনানী থানা সূত্রে জানা গেছে।
এবিষয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত এ কে এম আশরাফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হচ্ছে ।