ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নিজের অভিশংসন শুনানিতে ডাক পেলেন ট্রাম্প


২৮ নভেম্বর ২০১৯ ০১:৫৮

আপডেট:
৯ মে ২০২৫ ০৩:০৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাতে কংগ্রেসে যে অভিশংসন প্রক্রিয়া চলছে, সেখানে তাকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

৪ ডিসেম্বরের এ শুনানিতে ট্রাম্প সরাসরি কিংবা তার পক্ষে উপস্থিত কোনো প্রতিনিধির মাধ্যমে যুক্ত থাকতে পারবেন বলে জানিয়েছেন বিচারবিভাগীয় কমিটির ডেমোক্র্যাট চেয়ারম্যান জেরল্ড নেডলার।

বিবিসি জানিয়েছে, শুনানিতে উপস্থিত থাকলে ট্রাম্প সাক্ষীদের প্রশ্ন করারও সুযোগ পাবেন।

ট্রাম্প আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে চাপ দিয়েছেন বলে অভিযোগ আছে। এ অভিযোগেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেছে ডেমোক্র্যাটরা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

জ্যেষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে ট্রাম্প বিদেশি সাহায্য চেয়েছেন এবং এক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে তিনি দর-কষাকষির হাতিয়ার করেছেন।