ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ওবায়দুল কাদেরের সামনেই সংঘর্ষে জড়ালো মৎস্যজীবী লীগ


২৮ নভেম্বর ২০১৯ ১২:৪০

আপডেট:
৯ মে ২০২৫ ০৩:১৬

নেতৃত্বের অন্তর্কোন্দলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন মৎসজীবী লীগের নেতাকর্মীরা।

বুধবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে বেশ কিছুক্ষন উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের রাতে কার্যালয়ে এলে মৎস্যজীবী লীগের নেতৃত্ব প্রত্যাশীরা সাক্ষাতের জন্য তার কক্ষের সামনের খোলা জায়গায় ভিড় করে।

সংগঠনটির বর্তমানে পদে থাকা উত্তরবঙ্গের মো. আ. আলিম ঢাকার বাইরে থেকে তার সমর্থকদের নিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মুহম্মাদ আলম আগে থেকে কার্যালয়ে ছিলেন। তিনিসহ সাবেক ছাত্রনেতাদের যারা নিয়মিত কার্যালয়ে থাকেন তাদের সঙ্গেই বাইরে দাড়িয়ে অপেক্ষায় ছিলেন ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণে। তিনিও মৎসীজীবী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।

এক পর্যায়ে মুহাম্মদ আলীমসহ তার সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করেন আলিম ও তার সমর্থকরা। উস্কানিমুলক কথাবার্তা বলার সঙ্গে আলমকে সরাসরি হাইব্রিড বলে কটুক্তি করে এবং নানা ধরনের অবমাননাকর বক্তব্য দেয়। এতেই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনা এক পর্যায়ে হাতাহাতি মারামারিতে রুপ নেয়। উত্তেজনা চলে বেশ কিছুক্ষণ।

একপর্যায়ের ওবায়দুল কাদেরের কার্যালয়ে নিয়মিত প্রটোকল দেয়া নেতারাসহ কয়েকজন সিনিয়র নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ সম্পর্কে জানতে চাইলে মুহাম্মদ আলম বলেন, কোন ধরনের কথাবার্তা ছাড়াই আমাকে লক্ষ্য একের পর এক কটুক্তিমূলক মন্তব্য করেছে আলিম। বিষয়টি নিয়ে আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা মানতে পারেনি। তারা এর প্রতিবাদ করলে আলিমের লোক হামলা করেছে।

সম্পর্কে জানতে চাইলে বলেন আলিম বলেন, এ ঘটনায় আমার কোনো দোষ নেই। পরিকল্পনা করে পরিস্থিতি খারাপ করা হয়েছে।