ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নিজ শোবার ঘরে স্বামীর রক্তাক্ত লাশ, স্ত্রী ছুরিকাহত


২৮ নভেম্বর ২০১৯ ২২:৩৭

আপডেট:
৯ মে ২০২৫ ০৩:০৬

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের গ্রামে নিজ শয়নকক্ষ থেকে মাহবুবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরিকাঘাতে আহত স্ত্রী রোকসানা বেগমকে (৩০) উদ্ধার করে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে।

খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার পর্যব্ক্ষেণ করছেন জানিয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন বলেন, ‘এখনও বলা যাচ্ছে না এটি ডাকাতি না পরিকল্পিত খুনের ঘটনা।’

নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ের লোকোশেটের মেকানিক পদে চাকরি করেন। তিনি ঢাকার কমলাপুর রেলওয়ে লোকেশেটে কর্মরত। বুধবার রাত ১০টার দিকে তিনি বাড়ি আসেন। তিনি তিন সন্তানের জনক।

নিহতের স্ত্রী আহত রোকসানা বেগম জানান, ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে ৪/৫ জনের একটি ডাকাতদল বাড়িতে হানা দিয়ে তার স্বামী ও তাকে ছুরিকাঘাতে আহত করে নগদ ৫০ হাজার টাকাসহ ৪/৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

তবে খবর পেয়ে ভৈরব বাজারে বসবাসকারী নিহতের ছোট বোন মাহমুদা হক জানান, বাড়ির প্রধান ফটক, বারান্দার গ্রিল মজবুত লোহা দিয়ে তৈরি। রুমের দরজায় শক্ত লোহার তালা ভেঙে বাইরে থেকে কেউ ঢুকলে শব্দ হতো। লাগোয়া প্রতিবেশীরা সেই শব্দ শুনতেন।

এমন কি পাশের রুমে ঘুমিয়ে থাকা তার সন্তানরাও কোনো শব্দ শুনতে পায়নি। তিনি বিষয়টিকে খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

নিহতের বড় ছেলে ৪র্থ শ্রেণিতে পড়য়া আজিজুল হক জানায়, সে পাশের রুমে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে ছিল। তার মা তাকে ডেকে বলে ‘ওঠ তর আব্বুকে ডাকাতরা মেরে ফেলছে।’ পরে সে তার আব্বা-আম্মুর রুমে গিয়ে তার আব্বুর লাশ দেখতে পায়।

প্রতিবেশী আব্দুল হান্নান জানান, তারা কোনো হট্টগোল বা কান্না-কাটির শব্দ শুনতে পাননি।