কেরানীগঞ্জে চাদাঁবাজির মামলায় ইউনিয়ন আ’লীগ নেতা কারাগারে

ঢাকার কেরানীগঞ্জে একটি চাাঁদাবাজির মামলায় ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ আওলাদ হোসেন শুকুর এখন করাগারে। তিনি দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের সাবেক আ’লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি ইকুরিয়া ব্যাপারী পাড়া গ্রামে।
মামলার বাদী মোসাম্মত বাপ্পী বেগম জানান, আজ রোববার(০১ডিসেম্বর) সকালে ঢাকার চীপ জুটিসিয়াল মেজিট্্েরটের আদালতে একটি সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হিসেবে আ’লীগ নেতা মোঃ আওলাদ হোসেন শুকুর, আশিকুর ও মোঃ আলী রিপন আতœসমর্পণ করেন।
এসময় বিজ্ঞ আদালত মনিকা খান আসামী আশিকুর ও মোঃ আলী রিপনকে জামিন মঞ্জুর করলেও আসামী মোঃ আওলাদ হোসেন শুকুরকে কারাগারে প্রেরন করেন। আসামীরা দীর্ঘদিন পুলিশের নাকের ডগায় ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করেননি। বাদী আরো জানান, মামলার এজাহার ভুক্ত আসামীগন তার কাছে ১০ লাখ টাকা চাদাঁ দাবী করেছিলেন। চাঁদা না পেয়ে তারা ২০১৮ সালের ৯অক্টোবর তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা বাজারে তার প্রিন্স মিনি মার্কেট নামে একটি মার্কেট ভাংচুর করে মালামাল লুঠ করে নিয়ে যায়। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছিল।