বিপদগ্রস্ত নির্বাহী প্রকৌশলীর জিডি
কাজ না করেই কোটি টাকা বিল দাবি

গণপূর্ত অধিদপ্তরের ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে শাইখের কাছে কাজ সম্পাদনের আগেই কোটি টাকা বিল দাবি করেছেন একজন ব্যক্তি। এ বিল না দিলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে হত্যার হুমকিও দেয় সংশ্লিষ্ট ঠিকাদারের লোক।
ইতিমধ্যে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন এ নির্বাহী প্রকৌশলী। গত ২৪ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর থানায় এ জিডি করা হয়। যার নম্বর ১৪১৭।
হুমকিদাতা হিসেবে তাজিম এন্টারপ্রাইজ অ্যান্ড কনস্ট্রাকশন-এর সাব কন্ট্রাকটর সাইফুল ইসলাম টিপু ওরফে টিপু মল্লিক নামে এ অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইয়াকুব আলী পাটোয়ারীকে আহ্বায়ক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মইনুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটি গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।
জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার গতকাল বলেন, ‘ঝিনাইদহের এ ঘটনাটি আমাদের কাছে এসেছে। বিস্তারিত জানতে মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজ না করে বিল দিতে চাপ দেওয়ার বিষয়টি যেমন খোঁজ-খবর নেবে তেমনি সংশ্লিষ্ট প্রকৌশলীর দপ্তরে কাজের বিষয়ে কোনো অনিয়ম আছে কি না তাও খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’
জিডিতে ভুক্তভোগী নির্বাহী প্রকৌশলী বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান তাজিম এন্টারপ্রাইজের প্রতিনিধি পরিচয় দেওয়া সাইফুল ইসলাম ওরফে টিপু মল্লিক ঝিনাইদহ সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের বিল দিতে বলেন। প্রকল্পের বরাদ্দ আসায় তিনি কাজ না করেই এক কোটি টাকা দাবি করেন। এসময় নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে দরপত্রের বিধিবিধান ও কাজ বুঝে পাওয়ার প্রত্যয়নপত্র ছাড়া বিল দেওয়া সুযোগ নেই বলে জানান। এক পর্যায়ে ঠিকাদারের এ প্রতিনিধি ক্ষিপ্ত হয়ে নির্বাহী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়।
ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে শাইখ বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়েছি। কাজের অতিরিক্ত কোটি টাকা বিল না দেওয়ার কারণে একটি চক্র আমাকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে জিডিও করেছি।
তিনি বলেন, জিডি করার পরও প্রশাসন তাদের কিছুই করতে পারবে না বলে এমন কথা বলে যাচ্ছে। আবার আমি কীভাবে নির্বাহী প্রকৌশলী হিসেবে চাকরি করি সেটাও দেখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। এরই মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে অনিয়মের অভিযোগ এনে আবেদন করছে। সেদিক দিয়ে বিভিন্নভাবে হয়রানি হওয়ার আশঙ্কায় আছি।
গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন বলেন, কাজ না করে কোটি টাকা বিল চাওয়ার বিষয়টি ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে শাইখ আমাদের জানিয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকেও প্রশাসনের বিভিন্ন পর্যায় জানানো হয়েছে। আমরা এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম টিপু ওরফে টিপু মল্লিক বলেন, আমার নামে নির্বাহী প্রকৌশলী একটি জিডি করেছে। জিডিতে যে কোটি টাকা বিল চাওয়ার অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। এ জিডি নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্তও করেছে। তদন্তে সত্যতা মেলেনি।