ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরস্কার পেলেন আনিসুর রহমান নাঈম


৬ ডিসেম্বর ২০১৯ ০০:০২

আপডেট:
৬ ডিসেম্বর ২০১৯ ০০:০৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড থেকে জনসেবায় শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান নাঈম।বুধবার শওকত ওসমান মিললনায়তে এ পুরস্কার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যাটনমন্ত্রী মাহবুব আলী, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক। ইতোমধ্যে তাকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পদক দেয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান নাঈম বলেন, 'আমি জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর। জনগণের জন্যই আজ আমি এ অবস্থানে এসেছি। তাই এই পদক আমি আমার এলাকার জনগণকে উৎসর্গ করছি। এই পুরস্কারটি আগামী দিনের সমাজ সেবা করতে আমাকে অনুপ্রাণিত করবে।'

আনিসুর রহমান নাঈম ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৪৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি