ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ওয়ান-ইলেভেনে আমরা তৃণমূল নেতারা যেভাবে আপনার সঙ্গে ছিলাম এবারও থাকব।’

দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে শেখ হাসিনার পাশে থাকবে তৃণমূল


৬ ডিসেম্বর ২০১৯ ০০:৪৮

আপডেট:
৯ মে ২০২৫ ০৬:৪৯

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ অনুরোধ জানিয়েছেন দলের জাতীয় কমিটির নেতারা। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে দলের জাতীয় কমিটির বৈঠকে তাকে এ অনুরোধ জানানো হয় বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক নেতা।

আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে বলেন, ‘আমরা জানি আপনার দলের বড় বড় নেতারা এ অভিযানের বিরোধিতা করছে। আমাদের দাবি এ শুদ্ধি অভিযান অব্যাহত রাখতে হবে। ওইসব নেতা না থাকলেও ওয়ান-ইলেভেনে আমরা তৃণমূল নেতারা যেভাবে আপনার সঙ্গে ছিলাম এবারও থাকব।’
বৈঠকে পিরোজপুর থেকে আসা এক নেতা বলেন, ‘মাস্টারি করতাম, পাশাপাশি রাজনীতিও। কিছু লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে রাজনীতির জন্য দায়দেনা করেছি সাত লাখ টাকা। হতাশ হয়ে রাজনীতি ছেড়ে ঘরে উঠে গিয়েছিলাম। আপনি (শেখ হাসিনা) যখন দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন, তখন আশা জেগে ওঠে। আবার রাজনীতি শুরু করি।’
চট্টগ্রাম থেকে আসা জাতীয় কমিটির এক নেতা বৈঠকে বলেন, কেন্দ্রীয় নেতারা তৃণমূল আওয়ামী লীগের নেতাদের মূল্যায়ন করেন না। তারা বিভিন্ন এলাকায় সফরে যান ঠিকই, কিন্তু একটি বলয়ে আবদ্ধ হয়ে পড়েন। তাদের মধ্যেই ঘুরপাক খান। এই সফরে সাংগঠনিক রাজনীতির কোনো পরিবর্তন হয় না। বৈঠকে উপস্থিত জাতীয় কমিটির প্রায় সব সদস্যই একই সুরে কথা বলেন।

কেন্দ্রীয় ও জাতীয় কমিটির নেতারা জানিয়েছেন, বৈঠকের সভাপতি শেখ হাসিনা মন্ত্রমুগ্ধের মতো সবার বক্তব্য শোনেন এবং নোট নেন। এরপর তার বক্তব্যে ’৭৫-পরবর্তী আওয়ামী লীগের রাজনীতির লড়াই-সংগ্রামের কথা বর্ণনা করেন তিনি। শেখ হাসিনা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগ একটি পরিবার এটা মনে করে রাগ-ক্ষোভ ভুলে রাজনীতি করতে হবে। সংগঠন শক্তিশালী না হলে ক্ষমতাও দুর্বল হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনীতি করতে এসে পরিবারের দায়দায়িত্ব পালন করতে পারিনি। সভায় দলের গত বছরের বাজেট পাস করা হয়।