খালেদার মুক্তির দাবিতে মিছিল, পুলিশের লাঠিচার্জ

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা-কর্মীরা।
মিছিলে পুলিশের লাটিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন। তারা ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।
এ দিকে খালেদার জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন দাখিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। এই কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ থেকে এই আদেশ দেওয়া হয়।
এই নিয়ে আদালতে হট্টগোল ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।