ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


পথ শিশুদের স্কুলে সময় কাটালেন ডাকসু এজিএস সাদ্দাম


৭ ডিসেম্বর ২০১৯ ১২:০৫

আপডেট:
৯ মে ২০২৫ ০৭:০৪

পথ শিশুদের শীতবস্ত্র দিচ্ছেন সাদ্দাম

রাজধানীর হাইকোর্টের মোড়ে পথ শিশুদের একটি স্কুলে সময় কাটালেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস সাদ্দাম হোসেন।

শুক্রবার তিনি এই স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন ।

সেভ দ্য টুমোরো নামে একটি সংগঠন পথ শিশুদের এই স্কুলটি নিয়মিত পরিচালনা করে আসছেন ।

শিক্ষার্থীরা সাদ্দাম হোসেনকে কাছে পেয়ে তার সাথে আনন্দ-উল্লাসে সময় কাটান।

এ সময় সাদ্দাম বলেন , দেশের পথ শিশুদের এভাবে শিক্ষা কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করতে পারলে আমরা ভবিষ্যতে আরও একটি সুন্দর এবং উন্নত মানের দেশ পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারব।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির, সদস্য ফরিদা পারভীন, মাহমুদুল হাসান, তিলোত্তমা শিকদার।