সত্যি বলতে আমি ভয় পাই না : নিক্সন চৌধুরী

যেটা সত্যি সেটা বলতে আমি ভয় পাই না বলে সামাজিক যোগাযোগ ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে উদ্দেশ্য করে আরো বলেন,এই দেশ বঙ্গবন্ধুর, এই দেশ ত্রিশ লক্ষ শহীদের, দুই লক্ষ সম্ভ্রমহীন মা বোনের। এই দেশ বীর মুক্তিযোদ্ধাদের, ছাত্র -ছাত্রী সাধারণ মানুষের।
এই দেশ আমার আপনার সকলের। যেটা সত্যি সেটা বলতে আমি ভয় পাই না। মুক্তিযুদ্ধের পর মাদারীপুরের যেসব তথাকথিত নেতা ও সাবেক মন্ত্রী গণবাহিনীর নামে আওয়ামীলীগের নেতাদের হত্যা করতে পারে এবং কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় একজন ছাত্রের করুন মৃত্যুর পর টিভি চ্যানেলের সামনে হেসে হেসে সাক্ষাৎকার দিতে পারে তার বিরুদ্ধে আমি কথা বলবোই।
এদেশের সকল জনগণকে সাথে নিয়ে তার এই অন্যায়ের বিচার চাই।
উল্লেখ্য, এর পূর্বে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজান খানকে নিয়ে একটি অনুষ্ঠানে ব্যাপক সমালোচনা করেন নিক্সন চৌধুরী।যার ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।